রবিবার, ১৫ জুন ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

জোড়া গোলে মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

আগের ম্যাচে তার জোড়া গোলে জয়ে ফেরে ইন্টার মায়ামি। পরের ম্যাচেও জোড়া গোল এলো লিওনেল মেসির পা থেকে। শুধু তাই নয় এবার দুটি গোল করিয়েছেনও। রোববার মেজর লীগ সকারে (এমএলএস) কলম্বাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে একটি রেকর্ডও ভেঙেছেন মেসি। এমএলএসে এখন ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা মেসি। সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল এখন ৩১টি।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির ৫১ শতাংশ বল দখলের বিপরীতে কলম্বাসের দখলে বল ছিল ৪৯ শতাংশ। মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস শট নিয়েছে ১২টি।এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৬ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।
১৩তম মিনিটে মেসির সহায়তায় প্রথম গোলটি করেন তাদেও আলেন্দে। প্রায় মাঝমাঠ থেকে মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলটা করেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ২ মিনিট পর সতীর্থকে বল দিতে গিয়ে কলম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন বল তুলে দেন বক্সের কাছাকাছি জায়গায় থাকা মেসির পায়ে। এমন সুযোগে কোনো ভুল করেননি মেসি। গোল করে মায়ামিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
২৪তম মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর তুলে দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেসি। ৫৮তম মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com