রবিবার, ১৫ জুন ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

অসহায় রোগীদের চিকিৎসা জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সমাজের সুবিধা বঞ্চিত গরীব ও অসহায় মানুষদের স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র-কে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ০২ জুন ২০২৫ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিব উল্লাহ খোন্দকার-এর নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন। উক্ত চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার, ব্যাংকের সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব মো: আমজাদ হোসেন, ব্যাংকের এফএভিপি জনাব মো: সানাউর রশিদ (সাগর) এবং জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com