রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ঢাকায় হামজা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে আগেই অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। তবে দেশের মাটিতে এখনো লাল-সবুজ জার্সি গায়ে কোনো ম্যাচ খেলেননি ইংলিশ লিগের এই ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হবে হামজার।
সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য আজ সোমবার ঢাকায় এসেছেন হামজা। সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
দেশে ফিরেই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন হামজা। এক ভিডিওবার্তায় শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘আসসালামু আলাইকুম। সব সমর্থক, গণমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই। দুর্দান্ত দলের অংশ হতে হবে গর্ববোধ করছি। ইনশাআল্লাহ, আমরা সফল হলো। আশা করি, সবাই আমাদেরকে সমর্থন করবেন।’
গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় হামজার। এবার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ২৭ বছর বয়সী এই রাইট-ব্যাকের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে হামজা খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন হামজা।
যদিও দুদিন আগে কোচ ক্যাবরেরা জানান, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে হামজাকে খেলার অভিজ্ঞতা দিতে চান তিনি।
সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে হামজা চৌধুরীর সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার- ফাহামিদুল ইসলাম ও শামিত সোম। ফাহামিদুল আগেই চলে এসেছেন। সামিত সোমের আসার কথা মঙ্গলবার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com