রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

শাকিব-সাবিলার লিচুর বাগানে ‘তাণ্ডব’ চলছে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মেগাস্টার শাকিব খান ও সাবিলা অভিনীত ‘তা-ব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। এই গানের ভিডিও প্রকাশের পরেই দর্শকেরা হুমড়ি খেয়ে গানটি উপভোগ করছেন। শাকিব খান তার ফেসবুকে গানটি শেয়ার দিয়ে লিখেছেন ‘লিচুর বাগানে তা-ব চলছে।’
সত্যিই তাই। ইউটিউবে গানটি প্রকাশের মাত্র ৪ ঘন্টার মধ্যে ১ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে। ‘লিচুর বাগানে’ গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান।
গানের কথা নিয়ে আলোচনা সমালোচনা দুইই হচ্ছে। তবে শাবিক খান আর সাবিলা নূর জুটির রোমান্স দেখে আপ্লুত দর্শকেরা। তারা বলছেন ‘মাইন্ড ব্লোয়িং’। দর্শকদের প্রাথমিক ধারণা ছিলো এটি আইটেম গান। কিন্তু এই সিনেমার পরিচালক রায়হান রাফী জানিয়েছেন ‘এটি আইটেম গান নয়’।
‘লিচুর বাগানে’ শিরোনামের গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। এর মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।এই আগে সিনেমাটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে। ‘তা-ব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূরসহ আরও অনেকে অভিনয় করেছেন।
রায়হান রাফীর কথার সূত্র ধরে বলা যায়, যেহেতু এটি আইটেম গান নয়, সুতরাং আরও ধামাকা অপেক্ষা করছে শাকিব ভক্তদের জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com