রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

ইন্টারনেট না থাকলেও এআই ব্যবহার করতে পারবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫

এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেন আমাদের জীবনে আশীর্বাদ হয়েই এসেছে। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে।
এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট আপনার রিপোর্ট-প্রেজেন্টেশন তৈরি করে দেবে মুহূর্তেই। এআই হয়ে উঠেছে এখন সবকিছুর সঙ্গী। তবে এআই ব্যবহারের একটি বড় বাধা হচ্ছে ইন্টারনেট। ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে ব্যবহার করা যায় না এআই চ্যাটবট। যদিও এখন অনেক ফোনেই এআই যুক্ত করেই দিচ্ছে ফোন সংস্থা।
এবার গুগল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে যার নাম এআই এজ গ্যালারি। স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে মনে করা হচ্ছে। কেননা এই শক্তিশালী এআই মডেলকে ব্যবহার করা যাবে অফলাইনেও। প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে। কেননা যেহেতু সবটাই ডিভাইসে চলছে তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই। ফলে নিরাপত্তার ঝুঁকিও নেই। এবং অবশ্যই সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষারও নেই প্রয়োজন।
এই নয়া অ্যাপের নাম জেম্মা ৩ ১বি। সাইজে মাত্র ৫২৯ এমবি। প্রতি সেকেন্ডে ২৫৮৫ টোকেন প্রসেস করতে পার এই অ্যাপ। আর এই ছোট সাইজের কারণেই কাস্টম কন্টেন্ট তৈরি থেকে শুরু করে ডকুমেন্ট বিশ্লেষণ এবং স্মার্ট রিপ্লাই- সবকিছুই অনায়াসে করতে পারে এই অ্যাপ। সূত্র: দ্য ইকোনোমিকস টাইম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com