রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই হামজার ম্যাজিক। জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন হামজা। আর তাতেই লিড নিলো স্বাগতিকরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরীকে উন্মাদনা কোনো কমতি নেই। সেই উম্মাদনা তিনি আরও বাড়িয়ে দিলেন ম্যাচের ষষ্ঠ মিনিটে। ঘরের মাঠে অভিষেক ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করে দর্শকদের আনন্দে ভাসালেন হামজা।
দলে ফেরা জামাল ভূঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে উঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা। ষষ্ঠ মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।
বাংলাদেশের জার্সিতে এটিই হামজার প্রথম গোল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আভাস দিয়েছিলেন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা চৌধুরীকে খেলাবেন এবং ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে কিছু সময়ের জন্য খেলাবেন। দুজনই আজ শুরুর একাদশেই মাঠে নেমেছেন।
বাংলাদেশ একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com