শুক্রবার বিসিএ ৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মিরপুর নাফিয়্যিন একাডেমীতে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। সভাপতি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট সুলতান মাহমুদ বান্নার সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন বিসিএর সভাপতি আবেদুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন বিসিএর সহ সভাপতি সবুজ চৌধুরী।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহ তাআলার সৃষ্টি এ বিচিত্র স্বাদের ফলফলালী নানা রঙের ফুলবৃক্ষ মানুষকে স্রষ্টার কাছে নত হয়ে তার বিধান মানতে শিখায়।বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন প্রত্যেক ভাইকে তার মধ্যে দায়িত্ব অনুভূতি এনে কাজ করতে হবে। জোন সভাপতি ইয়াকুব বিশ্বাস তার বক্তব্যে বলেন সুন্দর এই পৃথিবীকে সৃষ্টিকর্তা অপরূপ সাথে সাজিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাহারি রংয়ের বিচিত্র স্বাদের এই মৌসুমী ফল। তাই ফল উৎসবের মধ্যে দিয়ে আমরা স্মরণ করব আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীকে “তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে” তাই এই উৎসবের মাধ্যমে আমরা আল্লাহ নেয়ামতের শুকুর গুজার হব এবং মিরপুরের এই অঞ্চলের প্রত্যেকটি ভাইয়ের কাছে সুস্থ-সংস্কৃতির দাওয়াত পৌঁছে দিবো।চমৎকার এ ফল উৎসবের আরো উপস্থিত ছিলেন জোন সহ সভাপতি মালিক আব্দুল লতিফ।নাসাস সভাপতি আবদুল কাইয়ুম,সেক্রেটারি ফেরদাউস। রুপনগর সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আব্দুল আহাদ শোয়েব।এই ফল উৎসবে বাহারী ধরনের মৌসুমী ফলের প্রদর্শনী করা হয়। এবং উপস্থিত সকলেই বাহারি ধরনের ফলের স্বাদ গ্রহণ করেন।ফল উৎসবের স্পন্সারে ছিলেন জনাব মিরাজুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি