মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ উদ্বোধন করেন মেজর অব. মেসবাহুল ইসলাম ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’ : ট্রাম্প ফ্রান্সে বাংলাদেশ দেশ কমিউনিটির সমাবেশ ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ এবার ভারতীয় মিডিয়ায় ড. ইউনূস বন্দনা! নেপথ্যে কী? অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা সেন্টমার্টিন-টেকনাফে পানিবন্দি দুই হাজার মানুষ কেউ কেউ সীমা লঙ্ঘন করেছেন, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে রাষ্ট্র সংস্কারের সব বিষয়ে আমরা একমত হবো না: আলী রীয়াজ নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চাই: ঋতুপর্ণা

যে ধরনের পাসওয়ার্ড হ্যাক হয় বেশি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

হ্যাকারদের জন্য এখন ডিভাইস, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা দুষ্কর। ইন্টারনেটের যুগে মানুষকে বেশি করে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এমন পরিস্থিতিতে যদি আপনি একটি সাধারণ পাসওয়ার্ড রাখেন, তা হলে হ্যাক হওয়ার সম্ভাবনাও বেশি। হ্যাকাররা অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য চুরি করছে। তারপর এসব তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কিংবা আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বিক্রি করে দিচ্ছে ডার্ক সাইটে। বিপদের শেষ নেই।
জানেন কি, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে একটি পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কত সময় লাগে? আইটি ফার্ম হাইভ সিস্টেমের সাম্প্রতিক সমীক্ষা যা হিসেব দিচ্ছে, তা গায়ে কাঁটা ধরানোর জন্য যথেষ্ট। তাদের দাবি, একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড। তাহলে বুঝতেই পারছেন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনাকে কতটা সতর্ক থাকতে হবে। অনেক ইন্টারনেট ব্যবহারকারী খুবই সহজ ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন। তাতে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করা সহজ হয়ে যায়।
নিজের প্রথম নাম,জন্ম তারিখ বা ১২৩৪৫ এর মতো পাসওয়ার্ড হ্যাকারদের কাজ সহজ করে দেয়। ইনফরমেশন ইজ বিউটিফুল-এর একটি সাম্প্রতিক সাইবারসিকিউরিটি স্টাডিতে দেখা গিয়েছে, অধিকাংশ ইউজারই নিরাপত্তা কোডে সাধারণ প্যাটার্ন ব্যবহার করেন। ৩.৪ মিলিয়ন পিন পরীক্ষা করেছে তারা। তার মধ্যে সবচেয়ে সাধারণ যে প্যাটার্নগুলো উঠে এসেছে সেগুলো হলো– ১২৩৪, ১১১১, ০০০০, ১২১২, ৭৭৭৭, ১০০৪, ২০০০, ৮৮৮৮, ২২২২, ৬৯৬৯। এ ধরনের দুর্বল পাসওয়ার্ডও দ্রুত হ্যাক হয়। ২০২০ সালে ১২৩৪৫৬ সবচেয়ে সাধারণ পাসওয়ার্ড ছিল এবং এটি ২৩ মিলিয়ন মানুষ ব্যবহার করেছিলেন। সূত্র: নিউজ ১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com