সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। সাভার প্রেসক্লাবে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানির পরিচালনায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি জাভেদ মোস্তফা, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সাভার প্রতিনিধি শেখ আবুল বাশার, দৈনিক আজকের পত্রিকার সাভার প্রতিনিধি অরুপ রায়, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সেলিম আহাম্মেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সাভার প্রতিনিধি রুপোকুর রহমান, দৈনিক খবরপত্রের সাভার উপজেলা প্রতিনিধি মোঃ রওশন আলী, দৈনিক আমাদের কন্ঠের সাভার উপজেলা প্রতিনিধি তৌকির আহমেদ ও সাভার প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য। এছাড়াও অনুষ্ঠানে পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার মোঃ উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাহসী সাংবাদিকতা, সময়োপযোগী সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ভূয়সী প্রশংসা করেন।