গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শনিবার বিকালে কালিয়াকৈর শ্রী শ্রী জগন্নাথ মন্দির (ইসকন) এর আয়োজনে কালিয়াকৈর কালী মন্দির ও স্বর্ণপট্টি এলাকা থেকে উল্টো রথযাত্রার বের হয়ে কালিয়াকৈর বাজার, বাস স্ট্যন্ড, বাইপাস, ফুলবাড়িয়া সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে পরিসমাপ্তি ঘটে। এদিকে শত শত ভক্ত বৃন্দ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। জগন্নাথ দেবের পূজা, নাম সংকীর্তন, জগন্নাথ দেবের ভোগ আরতি মধ্য দিয়ে শেষ হয়। জগন্নাথ বলরাম শুভ্রাকে নিয়ে কুলের নর নারীরা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে দড়ি টেনে নিজ গৃহে নিয়ে যায় প্রভুদেরকে। এ সময় ভক্তবৃন্দরা হরিনাম কীর্তন করে করে রাস্তা মাতিয়ে তুলে। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাত ও অধীশ্বর জগত হচ্ছে বিশ্ব আর নাত হচ্ছে ঈশ্বর। তাই রথ যাত্রার মধ্য দিয়ে জগতের সার্বিক কল্যাণ সাধন করা হয় ও পাপ মোচন এর একমাত্র মুক্তি লাভ। এ সময় ভক্তবৃন্দরা নতুন শাড়ি, কাপড়, ফিতা, ধূতি, রঙিন সাজে, নিজেদেরকে সাজিয়ে তোলে। এই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিন জগন্নাথ দেবের রথযাত্রার পরিসমাপ্তি ঘটে। এই উল্টো রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের এই অনুষ্ঠানে রয়েছে হরিনাম সংকীর্তন বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মহাপ্রসাদ বিতরণী আলোচনা। কালিয়াকৈর ইসকনের সভাপতি রাজিব সাহা ও সাধারণ সম্পাদক রিপন পালের সার্বিক তত্ত্বাবধানে উল্টো রথযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ওসি অপারেশন যোবায়ের, বাবু সুশান্ত কুমার সাহা, ভৈরব সাহা, পীযুষ সাহা, আশীষ কুমার রায়, পলাশ সরকার, বিধান সাহা প্রমুখ। এছাড়া উল্টো রথযাত্রায় বৃষ্টিকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী পূজারী বৃন্দ অংশ গ্রহন করে।