মুন্সীগঞ্জের কৃতি সন্তান, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরের কোর্টগাঁও কাজী কমর উদ্দিন গভ. ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। সভাপতিত্ব করেন কাজী কমর উদ্দিন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সিএসপি নুরুল ইসলাম অনুর ছোট ভাই ও বিশিষ্ট শিল্পপতি এনামুল ইসলাম বাবুল, আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মাহফুজুর রশিদ নিলু, প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল এবং সাংবাদিক মো. মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আয়োজনটি যৌথভাবে করে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, প্রাক্তন সিএসপি এম এ নুরুল ইসলাম অনু মেমোরিয়াল ফাউন্ডেশন এবং কাজী কমর উদ্দিন ইনস্টিটিউশন। অনুষ্ঠানে আব্দুল হাকিম বিক্রমপুরীর জীবনী পাঠ করে দশম শ্রেণির শিক্ষার্থী আমানত শাহ আলিফ এবং নুরুল ইসলাম অনুর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন মো. আফরিদ হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের শেষে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ থেকে ৬ জন, অনু মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে ৩ জন এবং অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে ১ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়। পরিশেষে, আব্দুল হাকিম বিক্রমপুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন কোর্টগাঁও জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাকারিয়া শিকদার। এ আয়োজনটি আব্দুল হাকিম বিক্রমপুরীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি নিদর্শন হিসেবে প্রশংসিত হয়েছে।