মধুপুর থানার গোলাবাড়ি ইউনিয়নের পশ্চিমে একটি ঐতিহ্যবাহী ‘’বিল, যে বিলটির নাম হচ্ছে “আমিল বিল, এ বিলের দক্ষিণে গোপালপুর, পশ্চিমে ধনবাড়ি গোপালপুর, এবং পূর্বে মধুপুর । তিন থানার মাঝামাঝি একটি’’ বিল। এ বিলে প্রায় একশ একর জমির উপরে সরকারি ভূমি আছে, প্রতিবছর প্রচুর পরিমাণে মাছ এখান থেকে অত্র এলাকার লোক গুলো সংগ্রহ করেন। গোপালপুর মধুপুর ধনবাড়ী এই তিনটি এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ করে। কতিপয় অসাধু কুচক্রী মহল চাইনিজ জাল ব্যবহার করে বিলের মাছগুলো শূন্য করে দিচ্ছে। চাইনিজ জালের ভয়াবহতা অনেকেই জানেন না। এ জালের মাঝে ছোট পোনা থেকে বড় ধরনের মাছ আটকা পড়ে যার কারণে বিল থেকে দেশীয় মাছ শূন্য হয়ে যাচ্ছে , শুধু তাই নয় দেশীয় জাতের বড় মাছের রেণুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু চাইনিজ জাল নয় কারেন্ট জলের মাধ্যমে মাধ্যমেও দেশীয় জাতের পোনা থেকে বড় আকারে মাছগুলো এ জালের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার কোন সুযোগ নেই, এ বিল থেকে প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করে বিভিন্ন জেলা এবং উপজেলার রপ্তানি করা হয়। এভাবে বেশি দিন চললে অত্র এলাকার মানুষগুলো আমীষের অভাবে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের আক্রমণে পরিণত হতে পারে