রাউজান উপজেলার গহিরা ইউনিয়নস্থ কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয় চৌটা অক্টোবর শনিবার বিকালে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের যুগ্ম সচিব বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ সাহেদুল ইসলাম, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ, লেফটেন্যান্ট তানভীরুল ইসলাম, রাউজান থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নিজাম উদ্দিন দেওয়ান, কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপাধক্ষ্য জাকের আহমেদ সিদ্দিকী, প্রধান শিক্ষক তাপস কুমার চৌধুরী, দলইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু নন্দী ও ইউছুপ সিকদার। এসময় ৪নং গহিরা ইউনিয়ন উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানের পাশাপাশি কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সিকদার পাড়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ৪নং গহিরা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সহসভাপতি আব্দুল হাই মানিক, সহ-সভাপতি তাজউদ্দীন, সহ-সভাপতি সালাউদ্দিন (প্রবাসী), সাধারণ সম্পাদক আবুল হাশেম (মাইজ্জে মিয়া) যুগ্ম সম্পাদক সোহেল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সেকান্দর মিয়া হিরো, সহ সম্পাদক আব্দুল কাদের, সহ সম্পাদক মোঃ আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, অর্থ সম্পাদক খোকন, সহ অর্থ সম্পাদক আজিজ মাস্টার, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান রাসেল, প্রকাশনা সম্পাদক আবুল মনছুর, তথ্য সম্পাদক নুরুদ্দিন বাবু, সদস্য কাজী রোকন, কাজী সুজন, মোঃ খোরশেদ, মোঃ নুরুদ্দিন, ফয়জুল আজিজ মেম্বার, জহর মিয়াজী, মনজু সিকদার, মোঃ শোয়াইব সিকদার, সোলাইমান শিকদার, মোঃ কামাল, মোঃ রুবেল, মোঃ সুমন, মোঃ শওকত, নাজিমুদ্দিন (প্রবাসী), মোঃ মানিক, মোঃ রাজু, মোঃ মুন্না, আইয়ুব মেম্বার, হারুন মেম্বার, মোঃ শহিদুল, মোঃশরীফ মোঃ টিপু, সৈয়দ মাঝি, নুরুল ইসলাম, নাসির উদ্দীন, মোঃ ফারুখ, মোঃ শাহিন, মোঃ শাহজাহান ও সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।