মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা নিশ্চিত করণে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম সাতকানিয়ায় সচেতনতামূলক সভায়-শাহজাহান চৌধুরী

দিদারুল আলম (সাতকানিয়া) চট্রগ্রাম
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকরা অপরিসীম ভূমিকা পালন করে আসছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত স্বাস্থ্যসেবা মূলত পল্লী চিকিৎসক নির্ভরশীল। তাদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তুলতে পারলে স্বাস্থ্যসেবার মান আরও অনেক দূর এগিয়ে যাবে। তিনি বলেন, চিকিৎসা মানবতার সেবা। গ্রামে গঞ্জে সাধারণ মানুষ যখন ডাক্তারের কাছে পৌঁছাতে পারে না, তখন পল্লী চিকিৎসকরাই তাদের প্রথম ভরসা। তাই এ শ্রেণির চিকিৎসকদের আধুনিক চিকিৎসা জ্ঞান ও নৈতিকতার আলোকে গড়ে তোলা এখন সময়ের দাবি। গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে আয়োজিত ঔষধ বিপণন ও চিকিৎসা সম্পর্কিত সচেতনতামূলক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ব্যবসায়ী হাজী আবুল বশর। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সাতকানিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. তৌহিদুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বাদল শিকদার এবং চট্টগ্রাম ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ ফজলুল হক,বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আবুল ফয়েজ, ডাক্তার নুরুল হক, এছাড়াও রেজাউল করিম রেজা ও মোঃ আবু তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কর্মরত পল্লী চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ, নৈতিক দায়িত্ববোধ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com