নড়াইল জেলার কালিয়া থানার ১২ নম্বর চাঁচুরি ইউনিয়নের কদম তলায় এই হাডুডু খেলা ৫ অক্টোবর দিন গত রাতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ হেলাল মোল্লা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁচুড়ি ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক মোঃ বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবিদ হাসান (সবুজ), মোহাম্মদ আনিস হোসেন মেম্বার ও মোহাম্মদ কিয়াম হোসেন সহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা রাতে অনুষ্ঠিত হবে।