ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে গতকাল সকাল ১১টায় মৌলভীবাজার রোডস্থ ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, মোঃ সাইফুল ইসলাম বুলবুল, মনির মিয়া, সামছুদ্দুহা সেলিম, কাজী মহসীন রাহি, খন্দকার জাকির হোসেন, ছালেহ আহমদ সুমন, তারেক মিয়া, তানভীর রায়হান ওয়াসিম, হুসাইন আহমদ এবং মোঃ সিরাজুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে প্রায় ১১ হাজার জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে প্রায় ৫ হাজার প্রার্থী পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রাার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। এছাড়া সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহবান জানান।