ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে চতটগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা একটি বিকট শব্দের পরপরই একাধিক বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে উল্টে পড়ে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইঞ্জিনসহ অন্তত তিনটি বগি উল্টে রয়েছে এবং রেললাইন উপড়ে গেছে।
ট্রেনে থাকা এক যাত্রী বলেন, “আমি শেষ দিকের বগিতে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ট্রেন থেমে যায়। দেখি সামনের দিকের বগিগুলো উল্টে গেছে। তিনি আরও জানান, লাইনচ্যুত হওয়া বগিগুলোর একটি ছিল ক্যান্টিন, যার ফলে হতাহতের সংখ্যা তুলনামূলক কম হতে পারে। তবে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় তিনি দেখেছেন এবং তারা ইতোমধ্যে চিকিৎসার জন্য চলে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।দুর্ঘটনার পর সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেন ও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটি আগামী ৩ দিনের মধ্যে রির্পোট পেশ করবেন।