মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‍আদেশ একটা সময় ক্লান্তি চলে আসে, মুশফিকের সেটা হয়নি: বাশার

কিডস ক্রিয়েশন টিভির আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ কর্মশালা সমাপ্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সফল ভাবে সম্পন্ন হলো কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত ২মাস ব্যাপী শিশুদের আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ কর্মশালা- মেলে ধরি নিজকে‘ এর সমাপনী অনুষ্ঠান।
গতকাল রোববার রাজধানীর মহাখালীস্থ আমানা ফুড ভিলে‘তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিডস ক্রিয়েশন টিভি ও নাগরিক উন্নয়ন ফোরাম চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন ডাকসু ভিপি জনাব আবু সাদিক কায়েম।
কিডস ক্রিয়েশন টিভির সিইও সংবাদ পাঠক শরীফ বায়জীদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি নাসিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নিয়াজ রহিম, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মোস্তফা মনোয়ার, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল ও ডাকসুর নির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমা। সনদ বিতরন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কিডস ক্রিয়েশন টিভির হেড অব প্রোগ্রাম নাট্যকার আহসান হাবীব খান।
প্রথম পর্বে শিশুদের প্রশ্নের উত্তর দেন মসজিদ উৎ তাকওয়ার খতীম হাফেজ মুফতি সাইফুল ইসলাম। উপস্থাপনা করে ছোট্ট বন্ধু সাওদা সাদিকা নূর ও রুফাইদা তারান্নুম। সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিল সাবিরা কাবীর সাবা ও তাহসীনা তাবাস্সুম ফাইজা।
২ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের পারফরমেন্স তুলে ধরে সমাপনী অনুষ্ঠানে। বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী‘ সম্মাননা । আর কর্মশালা সম্পন্ন করা বাকী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় সনদ ও শুভেচ্ছা পুরস্কার। অবশেষে মজার মজার পরিবেশনা ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।
আরো উপস্থিত ছিলেন ব্রডকাষ্ট প্রধান হাবিবুল্লাহ শিকদার, প্রডিউসার মিরাদুল ইসলাম মুনীম, মাজেদুর হাসু, অ্যাকাউন্টস ওবায়দুল্লাহ নিজামী,থ্রিডি ইনচার্জ মিজানুর রহমানসহ কিডস পরিবারের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com