নাটোরের সিংড়ায় খাল দখলের অভিযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে শত শত কৃষক। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধনে পাকিশা গ্রাম সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন পাকিশা ও আশে পাশের ১০ গ্রামের ভুক্তভোগী কৃষক। বক্তারা পাকিশা গ্রামের পানাউল্লাহ খালের মুখে অবৈধভাবে আব্দুল গফুর করাতির ছেলে আব্দুল জলিল মাষ্টার অবৈধভাবে পুকুর খননের ফলে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদ ও খাল দখলমুক্ত করে পূন: খননের দাবি জানানো হয়। এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। গ্রামবাসীর সাথে আলোচনা করে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।