মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

সাভারে লুন্ঠিত ৫ লাখ টাকা ও সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেপ্তার

রওশন আলী সাভার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ৯ কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত র?্যাবের পোশাকসহ নানান সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন। এর আগে মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে ৭ জন ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ২ জনসহ ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার চাটমহর থানার নবীন এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম(৪২), শেরপুর জেলার শ্রীবর্দী থানার ধাতুয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া(৬৫), পটুয়াখালী জেলার মির্জাপুর থানার গাবুয়া এলাকার নুর ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস(৪৮), মৌলভীবাজার জেলার রাজনগর থানার করতল এলাকার মৃত ময়নাল মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে উজ্জল(৪২), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ভাটপাড়া এলাকার হারুন শিকদারের ছেলে মামুন আহম্মেদ মিন্টু(৫২), মাগুরা জেলার সদর থানার বাটাজোর এলাকার ইউনুস বিশ্বাসের ছেলে মেহেদী হাসান(২৭), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গুরুগ্রাম এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহম্মেদ সবুজ(৩২), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিন বড় মাচুয়া এলাকার হোসেন আলীর শাহাদাত(৬০) ও শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার মৃত নুরুর হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন(৩৭)। ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানা একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে এসআই আঃ মুত্তালিব ও এএসআই মেহেদী মাসুদসহ তাদের সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুখ্যাত ৯ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ইলেকট্রিক শক মেশিন ও নগদ ৫ লাখ টাকা। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা মাইক্রো, হাইচ, নোয়া গাড়ি যোগে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র্যাব পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম করে আসছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com