ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়। জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া দৌলতবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৩৫০ বোতল ফেন্সিডিল, ৩০২ বোতল স্কফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মিজান(২৮), পিতা মৃত নান্নু মোল্লা, গ্রাম—লালপুর নোয়াগাঁও, থানা-আশুগঞ্জ। আনিছ(৩৫), পিতা মৃত ইসমাইল, গ্রাম—মেরেশানি, সোহেল(৩৬), পিতা আব্দুল গনি মিয়া,গ্রাম—চাউড়া (দৌলতবাড়ি) ও আকলিমা আক্তার আখি(২৫), পিতা মৃত আবু তাহের, গ্রাম—চাউড়া (দৌলতবাড়ি), সর্ব থানা—বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।