চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক, অলিয়ে কামেল, আওলাদে রাসুল (সঃ) হযরত গাউছুল আজম সৈয়্যদেনা শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) প্রকাশ বাবা ভান্ডারী কেবলার ১৬৩তম খোশরোজ শরীফ (তিন দিনব্যাপী) লাখো ভক্ত ও আশেকানের অংশগ্রহনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ খোশরোজ শরীফ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকানরা নানা যানবাহনে করে দরবারে উপস্থিত হন। অনুষ্ঠানের মূল দিন মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই দরবার প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। আগত আশেকান ও মুরিদানরা গাউছিয়া রহমান মঞ্জিলে সাজ্জাদানশীল শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (মা:জি:আ:) এর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন। ভক্ত ও আশেকানরা দরবার শরীফের বিভিন্ন রওজায় জেয়ারত, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও দরুদ পাঠের মাধ্যমে মহান রাব্বুল আলামীনের দরবারে নিজেদের মনোবাসনা পূরণের জন্য ফরিয়াদে মশগুল ছিলেন। খোশরোজ শরীফের তিন দিনব্যাপী আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষায় গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দের পাশাপাশি উপজেলা প্রশাসন, থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সমাপনী দিনে বাদে আছর মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীল শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (মা:জি:আ:)। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারীসহ অসংখ্য ভক্ত ও আশেকানবৃন্দ। পবিত্র খোশরোজ শরীফ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, থানা ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।