মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

ছাত্র শিবিরের মোস্তাকুর ভিপি, এজিএস সালমান ও আধিপত্য বিরোধী ঐক্যের আম্মার জিএস নির্বাচিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য জোট’র প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ‘সোচ্চার রাবি’ শাখার সভাপতি এস এম সালমান সাব্বির। মোস্তাকুর ও সাব্বির দুজনই ছাত্র

ঘোষণায় জানানো হয়, ভিপি পদে সর্বোচ্চ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭। ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান ভোট পেয়েছেন ১ হাজার ৬২১ ভোট।

জিএস পদে সর্বোচ্চ ১১ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন সাবেক সমন্বয়ক ও ‘আধিপত্যবিরোধী ঐক্য জোট’র সালাহউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের’ প্যানেলের নাফিউল ইসলাম জীবন ভোট পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট। ৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে এজিএস হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ এস এম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের’ জাহিন বিশ্বাস এষা ভোট পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান ২ হাজার ৯০৭ ভোট পেয়েছেন। নির্বাচিত হওয়া পাঁচ সিনেট সদস্যের অন্য দু’জন হলেন ফাহিম রেজা ও আকিল বিন তালেব।

ছাত্র সংসদ নির্বাচনে ২৩ পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির। বাইরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন। জিএস আম্মারের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন তোফায়েল আহমেদ তোফা এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের’ মোছা. নার্গিস খাতুন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ১৭টি হলের সবগুলোতে ভিপি, জিএস, এজিএস পদে ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র প্রার্থীরা জয়ী হয়েছেন।

শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com