মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‍আদেশ

ইধিকাই হচ্ছেন শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা?

বিনোদন:
  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কলকাতার জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন ইধিকা পাল। তবে ২০২৩ সালের জুন মাসেই তার জীবনে আসে বিশাল সফলতা। সে বছর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করেই সুপারহিট নায়িকার কাতারে নাম লিখিয়েছেন তিনি।
‘প্রিয়তমা’ মুক্তির পরই ইধিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায়। সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ‘ইতি’ চরিত্রে। দর্শক ও সমালোচক– দুজনের কাছ থেকেই প্রশংসা পান তিনি।
সিনেমাটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য অর্জন করে, তেমনি ইধিকার ক্যারিয়ারকেও নিয়ে যায় এক নতুন উচ্চতায়। সিরিয়ালকন্যা থেকে সিনেমার প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন তিনি। এখন টালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি।
‘প্রিয়তমা’র সাফল্যের পর ইধিকার ডাক পড়ে টালিউড সুপারস্টার দেবের বিপরীতে।
অভিনয় করেন ‘খাদান’ সিনেমায়। সেটিও দারুণভাবে ব্যবসা সফল হয়। দেব-ইধিকা জুটি দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। এরপর ইধিকা আবারও ফিরে আসেন ঢাকাই সিনেমায়। শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ‘বরবাদ’ সিনেমায়, যেখানে তার চরিত্রের নাম ছিল নীতু।
ছবিটি মুক্তির পর দুই বাংলাতেই প্রশংসিত হয় এই জুটি। ইধিকার পরপর সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বহুরূপ’ ও ‘রঘু ডাকাত’। প্রতিটিতেই তিনি নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন।
এবার নতুন গুঞ্জন ছড়িয়েছে ইধিকা আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন এবং সেটিও আবার শাকিব খানের বিপরীতে!
শোনা যাচ্ছে, শাকিবের আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’-এর নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। সবকিছু ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার দল।
‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে। যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন।
সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম ‘মিলি’। এই চরিত্রের জন্য নির্মাতা দল দীর্ঘদিন ধরেই উপযুক্ত মুখ খুঁজছিলেন। এমনকি অডিশনের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল একাধিকবার। শেষ পর্যন্ত মিলি চরিত্রটি কে করছেন তার কোনো খবর মেলেনি।
এদিকে বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার চলতি প্রকল্প ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও তানজিন তিশা। সিনেমাটি ডিসেম্বর মাসে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ইধিকা এখন লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং করছেন, যেখানে তার সহ-অভিনেতা দেব। এ নিয়ে পরপর তিনটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন দেব ও ইধিকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com