মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম ::
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‍আদেশ একটা সময় ক্লান্তি চলে আসে, মুশফিকের সেটা হয়নি: বাশার আসল নাকি এআইয়ের বানানো ভিডিও বুঝবেন কীভাবে? চুল কালো রাখতে তামার গ্লাসে পানি পান করতে পারেন প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান, নায়ক কে? পরিবারে নারী-পুরুষের পারস্পরিক দায়িত্ব ও ইসলামী ভারসাম্য সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দের বিএনপি’র মহাসচিবের সাথে জরুরী সভায় অংশগ্রহণ চকরিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান কাফনের কাপড় পরে শ্রমিকদের বিক্ষোভ সুনামগঞ্জ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ব্যারিস্টার আবিদকে চান সকল ভোটাররা অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া সহ ১০ জন শিক্ষককে বিএনপি থেকে মনোনয়নের দাবীতে মানববন্ধন

স্বল্প খরচে প্রকৌশলী নাজিবের রেল কাটিং যন্ত্র উদ্ভাবন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

প্রকৌশলী নাজিব কায়সার উদ্ভাবন করেছেন ব্যতিক্রমী এক রেল কাটিং যন্ত্র, যা স্বল্প খরচে তৈরি করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যন্ত্রটি রেললাইন কাটা ও রক্ষণাবেক্ষণের কাজে সময় ও খরচ দুই-ই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে বিভাগের দৈনন্দিন মেরামত কাজে ব্যয়বহুল আমদানিকৃত যন্ত্রের বিকল্প হিসেবে নাজিব কায়সারের যন্ত্রটি উদ্ভাবন করেন। তিনি ১১ দিনে মাত্র ২৭ হাজার ৫০০ টাকা ব্যয়ে মেশিনটি তৈরি করেন, যা দিয়ে মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডেই রেললাইন কাটা সম্ভব। প্রায় ৩৫ কেজি ওজনের এই মেশিনটিতে বিভিন্ন আকারের কাটিং ডিস্কও ব্যবহার করা যায়।
বর্তমানে যন্ত্রটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে বিভাগীয় সদর দপ্তরে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় এটি সফলভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রকৌশলী নাজিব কায়সার।
তিনি বলেন, “এই যন্ত্র রেললাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে গতি আনবে। আমদানিনির্ভরতা কমিয়ে এটি বাংলাদেশ রেলওয়ের কার্যক্রমকে আরো সহজ ও স্বয়ংসম্পূর্ণ করবে।”
তিনি আরো বলেন, “রেলওয়ের মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই এ উদ্ভাবনের ধারণা তার মাথায় আসে। বিদেশ থেকে আমদানি করা কাটিং মেশিনগুলোর দাম যেমন বেশি, তেমনি রক্ষণাবেক্ষণও জটিল। তাই স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিনির্ভর একটি সমাধান তৈরির উদ্দেশ্যে কাজ শুরু করি। সফল পরীক্ষার পর এই যন্ত্রটি সরকারি উদ্যোগে ঈশ্বরদী রেলওয়ে ওয়ার্কশপে বৃহৎ পরিসরে তৈরি করার পরিকল্পনা রয়েছে।”
বাংলাদেশের অনেক স্থানে এখনো ব্রিটিশ আমলের পুরোনো রেললাইন ব্যবহার করা হচ্ছে, যা সময়ের সঙ্গে ফাটল ধরা বা ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত মেরামত নিশ্চিত করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর কাটিং মেশিন অপরিহার্য। পূর্বে রেললাইন কাটতে ১ ঘণ্টারও বেশি সময় লাগত, জার্মানির উন্নত যন্ত্রে সময় লাগে কয়েক মিনিট। কিন্তু নাজিব কায়সারের উদ্ভাবিত দেশীয় প্রযুক্তিনির্ভর যন্ত্রে একই কাজ সম্পন্ন করা যায় মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে।
উদ্ভাবনটি একদিকে যেমন দেশীয় প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে, অন্যদিকে প্রকৌশল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ।
নাজিব আশা প্রকাশ করে জানান, দেশে তৈরি এই রেল কাটিং যন্ত্র শুধু রেলওয়ে নয়, শিল্পক্ষেত্রের নানা কাজেও ব্যবহার করা যাবে। স্থানীয়ভাবে এমন প্রযুক্তি তৈরি হলে দেশের অর্থনীতিও উপকৃত হবে।
নাজিবের চমৎকার উদ্ভাবনকে সাধুবাদ জানিয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তারা বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রকৌশল খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণ প্রকৌশলীদের সৃজনশীল উদ্যোগে অনুপ্রাণিত করবে।
১৯৮৯ সালের ২৬ জানুয়ারি রাজশাহীতে নাজিমুল হক ও লুতফেয়ারা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন নাজিব কায়সার বিন্দু। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
প্রকৌশলী নাজিব ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ হিসেবে পাবনার ঈশ্বরদী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে কর্মরত আছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com