মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

গতকাল শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সর্বোচ্চ রান করেছেন রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও ওপেনার লরা উলভার্ট।
এবারের আসরে ৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫৭১ রান করেছেন উলভার্ট। তার ব্যাটিং গড়- ৭১.৩৭ এবং স্ট্রাইক রেট ৯৮.৭৮। নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন উলভার্ট। ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির করা ৫০৯ রানের রেকর্ড ভাঙেন উলভার্ট ।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের নান্দনিক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলেন উলভার্ট। ভারতের বিপক্ষে ফাইনালেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উলভার্ট। কিন্তু তার ১০১ রানের ইনিংস এবার আর দলকে জেতাতে পারেনি।
আইসিসির সর্বশেষ তিন টুর্নামেন্টেই সর্বোচ্চ রানের নজির গড়েছেন উলভার্ট। গতবছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ২২৩ রান করেছিলেন এই ডান-হাতি ব্যাটার।
এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে ২৩০ রান করেছেন উলভার্ট।
উলভার্টের পর এবারের ওয়ানেড
বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন চ্যাম্পিয়ন ভারতের স্মৃতি মান্ধানা। ৯ ইনিংসে ১টি শতক ও ২টি অর্ধশতকে ৫৪.২৫ গড়ে ৪৩৪ রান করেন তিনি।
৫ ইনিংসে ৮২ গড়ে ২ সেঞ্চুরি ও ১ হাফ-সেঞ্চুরিতে ৩২৮ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।
বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ভারতের অফ-স্পিনার দিপ্তি শর্মা। ৯ ইনিংসে ৮১.২ ওভার বল করে ৪৪৯ রান খরচ করে ২২ উইকেট শিকার করেন তিনি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের জয়ে ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন দিপ্তি। ব্যাটিংয়ে ৫৮ বলে ৫৮ রানের পর বোলিংয়ে ৩৯ রানে ৫ উইকেট নেন তিনি। পুরো আসরে ২১৫ রান ও ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন দিপ্তি।
দিপ্তির পর বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার আনাবেল সাদারল্যান্ড ও ইংল্যান্ডের সোপিয়া একলেস্টোন। সমান ৭ ইনিংসে সাদারল্যান্ড ১৭টি এবং একলেস্টোন ১৬ উইকেট শিকার করেন।
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী :
ব্যাটার ম্যাচ ইনিংস রান ১০০ ৫০ গড়
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা) ৯ ৯ ৫৭১ ১ ৩ ৭১.৩৭
স্মৃতি মান্ধানা (ভারত) ৯ ৯ ৪৩১ ১ ২ ৫৪.২৫
অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) ৭ ৫ ৩২৮ ২ ১ ৮২.০০
প্রাতিকা রাওয়াল (ভারত) ৭ ৬ ৩০৮ ১ ১ ৫১.৩৩
ফোবি লিচফিল্ড (দক্ষিণ আফ্রিকা) ৭ ৭ ৩০৪ ১ ১ ৫০.৬৬৬
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী :
বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট সেরা বোলিং
দিপ্তি শর্মা ৯ ৯ ৮১.২ ৪৪৯ ২২ ৫/৩৯
আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া) ৭ ৭ ৬০.২ ২৬৯ ১৭ ৫/৪০
সোপিয়া একলেস্টোন (ইংল্যান্ড) ৭ ৭ ৫৬.১ ২২৮ ১৬ ৪/১৭
শ্রী চারানি (ভারত) ৯ ৯ ৭৮.০ ৩৮৭ ১৪ ৩/৪১
আলানা কিং (অস্ট্রেলিয়া) ৭ ৭ ৫৬.০ ২২৬ ১৩ ৭/১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com