মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

লামায় উচ্ছেদ আতঙ্কে টিএন্ডটি পাড়ার ৩৮ পরিবারের মানববন্ধন ও সমাবেশ

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বান্দরবানের লামা পৌরসভার টিএন্ডটি পাড়ায় বসত বাড়ী থেকে উচ্ছেদ আতঙ্কে ভোগছে ৩৮ পরিবার। জীবনে এক মাত্র সম্বল বাসস্থান থেকে উচ্ছেদ না করার দাবীতে ভূমিহীন এসব পরিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ভূমিহীন গরিব বাসিন্দাদের বিকল্প বাসস্থান ও যৌক্তিক সময় না দিয়ে লামা উপজেলা প্রসাশন কর্তৃক উচ্ছেদ এর ঘোষণা বাতিলের দাবীতে সোমবার (৩ নভেম্বর) সকালে লামা উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, নারী-পুরুষ সহ টিএন্ডটি পাড়া গ্রাম বাসী। লামা উপজেলা পরিষদের অকেজো জায়গায় দীর্ঘ ৪৫ বছর ধরে জীবনযাপন করছে ৩৮ ভূমিহীন পরিবার। জীবনের শেষ অবলম্বন হিসেবে এই জায়গাগুলোই তাদের ঘরবাড়ি, তাদের বেঁচে থাকার আশ্রয়। কিন্তু সাম্প্রতিক সময়ে উপজেলা প্রশাসনের উচ্ছেদ নোটিশ পেয়ে পরিবারগুলোতে নেমে এসেছে এক অমানিশার ঘন অন্ধকার। আতঙ্কে দিন কাটাচ্ছে শিশু, নারী, বৃদ্ধসহ শত-শত মানুষ। জানাগেছে, পার্বত্য চট্রগ্রামে অস্থিতিশীল পরিবেশে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী মিয়ার সার্বিক সহযোগিতায় টিএন্ডটি পাড়ায় ভূমিহীন পরিবারগুলো আশ্রয় নেয়। দূর্গম এই গ্রামটিতে টিকে থাকতে তাদের মোকাবেলা করতে হয়েছে পাহাড়ী সন্ত্রাসী গ্রুপ ছাড়াও হিংস্র প্রাণীর সাথে। লামা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর কান্নাজনিত কণ্ঠে জানান, আমাদের যদি উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে কোথায় যাব? আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। সন্তান-সন্ততি, স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচেই থাকতে হবে। এই আর্তনাদ শুধু আলী আকবরের নয় এটি শত শত পরিবারের হাহাকার। যেখানে দিনের পর দিন শ্রমজীবী মানুষগুলো অর্ধাহারে অনাহারে থেকেও মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল, আজ সেই জায়গাটুকু হারানোর ভয়ে তারা অস্থির। স্থানীয় সূত্র জানায়, পরিবারগুলো ইতোমধ্যেই উপজেলা ও জেলা প্রশাসনের কাছে একাধিক আবেদন জমা দিয়েছে উচ্ছেদ স্থগিত করার অনুরোধে। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা প্রতিদিন অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। শিশুদের স্কুলে পাঠানো বন্ধ হয়ে গেছে, অনেকেই কাজ ছেড়ে দিচ্ছে শুধু মাথার উপর ছাদ থাকবে কিনা এই শঙ্কায়। সমাবেশে বক্তারা বলছেন, উপজেলা পরিষদ সংলগ্ন পরিষদের অসংখ্য জায়গা প্রভাবশালী মহল কর্তৃক স্থায়ী বিল্ডিং নির্মান করে দোকান প্লট ও বসত বাড়ী মাসিক ভাড়া দিচ্ছে সেখানে কোনো উচ্ছেদ অভিযান হয় না। তাহলে কেন শুধুমাত্র গরীব মানুষের মাথার উপরই এমন নির্মম আঘাত নেমে আসছে? এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন বলেন, এই পরিবারগুলো একেবারেই অসহায়। তাদের মাথার উপর ছাদ ছাড়া আর কোনো কিছু নেই। স্থানীয়রা বলছেন, বহু বছর ধরে উপজেলা পরিষদের অকেজো জায়গায় জীবন গড়েছে এসব পরিবার। এখন হঠাৎ করে উচ্ছেদ করা হলে ভেঙে পড়বে শত শত মানুষের স্বপ্ন, ধ্বংস হবে শিশুদের ভবিষ্যৎ। এ বিষয়ে উপজেলা প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, টিএন্ডটি পাড়ায় উপজেলা পরিষদের জায়গায় বসবাসরত পরিবারকে গুলোকে নোটিশ দেয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com