শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

নারীদের প্রতি ভায়োলেন্স রোধে সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও নিশ্চিত করতে হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, সমাজের অন্যায়-অনাচার, নারীর প্রতি বিরুপ প্রতিক্রিয়া, ইভটিজিং ও ডিজিটাল ভায়োলেন্স রোধে সন্তানদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনেযোগ দিতে হবে। সরকার মাদক এবং সন্ত্রাসকে জিরো টলারেন্স হিসাবে ঘোষণা দিয়ে তা নির্মূলে কাজ করে যাচ্ছে। শুক্রবার রাতে টঙ্গীর মরকুন টিএন্ডটি কলোনী মাঠে সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী সভাপতিত্ব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফ-উল-ইসলাম পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম সেবা, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, জিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মামুন-অর-রশিদ, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাওছার আহম্মেদ, থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন হেলাল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, কাজী মঞ্জুর, মশিউর রহমান সরকার বাবু, মাজহারুল ইসলাম দীপু, আওয়ামীলীগ নেতা নূর নবী আনসারী নবীন, কামাল হোসেন, আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, শহীদুল ইসলাম রতন, হাজী ইসমাইল হোসেন, মিজানুর রহমান, আক্তার হোসেন সরকার প্রমুখ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, আমাদেরকে জয়বাংলার শপথ নিতে হবে। জয় বাংলা দর্শনকে যেন আমরা কর্ম সম্পাদনের সকল সময়ে স্মরণ রাখি। আমাদের চারিত্রিক বৈশিষ্ট ও বিধি বিধান যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com