শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

টেস্ট ভালোবাসে এমন ক্রিকেটার প্রয়োজন বাংলাদেশের: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন একাধিকবার বলেছেন, টেস্টে আগ্রহ কম সাকিব আল হাসানের। বিশ্বসেরা এই অলরাউন্ডার আইপিএলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না বলে জানিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে কঠিন চ্যালেঞ্জের মুখেও রয়েছে টেস্ট ক্রিকেট। বিশ্বের বহু ক্রিকেটার টেস্ট থেকে অবসর নিয়ে মনোযোগী হচ্ছেন সাদা বলের ক্রিকেটে। বাংলাদেশের ক্রিকেটাররাও এর বাইরে নন। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স ভালো নয়। সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের দুটি সিরিজ রয়েছে বাংলাদেশের। এরপরই শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ। লাল বলে ঘুরে দাঁড়ানোর ছক কষছে বিসিবি। বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে বাংলাদেশের প্রয়োজন ‘টেস্ট ভালোবাসে এমন ক্রিকেটার’। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে পয়েন্টশূন্য একমাত্র দল বাংলাদেশ। পয়েন্টের খাতায় নাম লেখানোর সুযোগ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের কাছে দুই টেস্ট হেরে। শ্রীলঙ্কা সিরিজে পয়েন্ট পাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে কঠিন সময় পেছনে ফেলতে চাই সাফল্য। ক্রিকেটের অভিজাত সংস্করণে সাফল্য পাওয়া সহজ নয়। জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া, দীর্ঘ পরিসরের ক্রিকেটকে ভালোবাসে এমন ক্রিকেটার খুঁজে বের করার। যারা পাঁচদিন লড়াই করে ম্যাচ জেতার জন্য ক্ষুধার্ত। ইএসপিএন ক্রিকইনফোকে এই প্রোটিয়া কোচ বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা সঠিক পথেই রয়েছি। তবে টেস্টে ভালো দল হয়ে ওঠার পথ থেকে বেশ দূরে রয়েছি আমরা। সেজন্য বদলাতে হবে টেস্ট দলের সংস্কৃতি। আমাদেরকে বেছে নিতে হবে এমন ক্রিকেটারদের যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসে। বড় দৈর্ঘ্যের ক্রিকেটের যথেষ্ট দক্ষতাও তাদের মধ্যে থাকতে হবে। পাঁচদিন ধরে লড়াই করে সাফল্য পেতে মরিয়া এমন একটা দল তৈরি করতে হবে। যা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।’ টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটের জৌলুস ধরে রাখতে চালু হয়েছে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। এই ফরম্যাটের গুরুত্ব এবং গৌরব ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেয়াটাকেও গুরুত্বপূর্ণ মানছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমার কাছে টেস্টই ক্রিকেটই সবার আগে। ক্রিকেটাররা এই বিষয়টা কতটুকু নিজেদের মধ্যে ধারণ করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ‘‘টেস্টের পারফরমেন্সই একজন সেরা ক্রিকেটারের উদাহরণ হতে পারে’’ এই বিষয়টা খেলোয়াড়দের মধ্যে ঢুকিয়ে দেয়াটা চ্যালেঞ্জিং।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। দলের অন্যতম সেরা তারকার সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষ থেকেছেন রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘ক্যারিয়ারের কিছু সময় এমন সব সুযোগ আসে যা নিয়ে সিদ্ধান্তে পৌঁছা কঠিন হয়ে যায়। সাকিব অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। কোচ হিসেবে আমি সব সময় সাকিবকে দলে চাইবো। তার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। আরেকজনের জীবন কিংবা ক্যারিয়ার নিয়ে মন্তব্য করা আমাদের উচিত নয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com