মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

বরিশালে লকডাউনের পূর্বে শ্রমিকদের খাদ্য নিশ্চিতকরণের দাবীতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১

শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্খ সহায়তা ছাড়া লগডাউন কার্যকর করা যাবে না, লগডাউনে শ্রমিকদের জন্য প্রর্যাপ্ত অর্থ বরাদ্ধ ও খাদ্য রেশনিং চালু,করা সহ শেবাচিমতে করোনা ইউনিটে আসন ও আইসিইউ বেড বৃদ্ধি এবং নগরীতে আইসোলেশন চালু করার দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা। রোববার (১১ই) এপ্রিল সকাল সাড়ে ১১ টায় নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয় থেকে মহিলা ও পুরুষ শ্রমিকদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদররোড অশি^নী কুমার টাউন হল সম্মুখ সড়কে এক সমাবেশ করে তারা। বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে এই করোনাকালীন সময়ে শৃমিকদের ন্যার্য দাবী আদায়ের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,শ্রমিক নেতা মাকি হাওলাদার, মিতা বেপারী,শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিলিমা জাহান,ছাত্র নেতা বিধান সিকদার। এসময় তারা বলেন লগডাউনের পূর্বে শ্রমিকদের দাবী পুরন করা নাহলে আগামী ১৫ এপ্রিল যেকোন মূল্যে তারা এই সদররোডে লগডাউন বিরোধী সমাবেশ করার মাধ্যমে শ্রমিকদের দাবী আদায়ের জন্য লড়াই করে যাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com