শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

পাঁচবিবির কুসুম্বা ও আওলাই ইউপি নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাধীন ৭ম ধাপের কুসুম্বা ও আওলাই ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীগণের সাথে আইন শৃঙ্খলা ও নির্বাচনি আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলার স্বনামধন্য ও জনবান্ধব নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিয়া, পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ইসতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় আওলাই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক তাওহিদ উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন প্রতীক বরাদ্দের দিন থেকে তার নির্বাচনি প্রচারণার মাইক ভাঙ্গা, পোষ্টার ছেড়া, কর্মীদের মারপিট এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া সহ বিভিন্ন ভাবে নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান আলম, আজিজুল হক, সোহেল আহমেদ একই অভিযোগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com