শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

লাকসাম মডেল কলেজের বিরুদ্ধে অপপ্রচার শিক্ষক কর্মচারীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

তমিজ উদ্দিন চুন্নু (লাকসাম) কুমিল্লা :
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২

কুমিল্লার লাকসাম মডেল কলেজের বিরুদ্ধে অপপ্রচার, শিক্ষক ও কর্মচারীদের হয়রানি বন্ধ, শিক্ষকদের বেতন প্রদান ও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে নানাভাবে হয়রানি মূলক বিষয় তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ আবু তাহের। লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, একটি মহল কলেজের বিরুদ্ধে বিভিন্ন অপ্রপচার চালিয়ে আসছে। এছাড়া কয়েক মাস যাবত কলেজের শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করে দেয়ায় শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। এ সময় তিনি ঈদুল আজহা’কে সামনে রেখে মানবিক দিক বিবেচনা করে বেতন ভাতা প্রদানের দাবী জানান। তিনি আরো বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর ২০০০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কিন্তু কলেজের শিক্ষক-কর্মচারীদের হয়রানির উদ্দেশ্যে ২০০১ সালে প্রতিষ্ঠাতা বশির আহম্মেদের স্ত্রী খোদেজা বেগম লিনা আদালতে মামলা দায়ের করেন। এ পর্যন্ত প্রায় ২০টি মামলা হয়েছে। কিন্তু রায় হওয়া সবগুলো মামলার রায় কলেজের পক্ষে এসেছে। অন্যদিকে, সম্প্রতী লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে প্রতিষ্ঠাতার পরিবার কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে মামলা কিংবা অন্যভাবে হয়রানি মূলক পদক্ষেপ না নেয়ার অঙ্গীকার করলেও তারা তা মানছেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেসক্লাবের সভাপতি মোঃ তাবারক উল্লাহ কায়েস, পৌর কাউন্সিলর এডভোকেট মাসুদ হাসান, কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম লিটন, সালমা জাহান চৌধুরী, মোঃ আঃ আউয়াল সিদ্দিকী, মরিয়ম বেগম, সিনিয়র প্রভাষক ওমর খসরু, লিয়াকত আলী, মাঈনুদ্দিন ভুঁইয়া, শরীর চর্চা শিক্ষক এ.বি সিদ্দিক মজুমদার, প্রভাষক বাহারুল আলম ও জাহাঙ্গীর আলমসহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com