বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

পুকুরে কীটনাশক ঢেলে মাছ নিধন, দুই লাখ টাকার ক্ষতি

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট :
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২

লালমনিরহাটে আদিতমারী উপজেলার সাড়পুকুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে একটি পুকুরে রাতের আধাঁরে কিটনাশক ঢেলে দুই লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। লালমনিরহাট-বুরিমাড়ী মহাসড়কের চওড়াটারী এলাকায় দুই একর সমপরিমাণ একটি পুকুরে ৫ বছর ধরে মাছের চাষ করে আসছিল আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোঃ রফিকুল ইসলাম সরকারের পুত্র মোঃ শাহান শাহ সরকার। প্রতিবারের ন্যায় এবারো রুই, কাতলা, কালবাউশ, মৃগেল, শ্মরপুটি, বাটা, মলা ও গ্রাসকাপ সহ কার্প জাতীয় মাছের ৬শত কেজি পোনা মাছ ছেড়েছিল ওই পুকুরে। এছাড়াও পুকুরটিতে ছিল দেশীও বিভিন্ন প্রজাতীর মাছও। গত ১৪ আগষ্ট রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই পুকুড়ে কিটনাশক প্রয়োগ করলে ৪/৫ ইঞ্চি পরিমাপে বেড়ে উঠা মাছগুলো মরে যাওয়া শুরু হয়। সকাল ১০টা নাগাত পুকুড়ে মড়ে যাওয়া মাছ শিকারের উৎসবে নেমে এলাকার মানুষ মাছগিুলিকে হাতদিয়ে, জাল দিয়ে কেউবা আবার মশারি দিয়ে যার যার মতো ধরে নিয়ে যায় তারা। শাহান শাহ সরকার জানান, প্রতিবছর এ মাছ চাষ থেকে তার আয় হতো প্রায় দুই লক্ষ টাকা। তিনি বলেন সকালে লোক মুখে অন্যদের কাছে এখবর শুনে আমি ঘটনাস্থলে এসে দেখি ততোক্ষণে সব শেষ হয়ে গেছে। পরে ওই পুকুড় থেকে উদ্ধার করা কিটনাশকের (এসি আই লক গ্যাস ট্যাবলেট) একটি প্লাস্টিকের বোতল এবং এটি ক্রয়ের রশিদ যাহার নম্বর-২৯৫ উদ্ধার করি। রশিদটিতে লেখা রয়েছে (মেসার্স এগ্রিকালচার ষ্টোর, সাপ্টিবাড়ী, আদিতমারী, লালমনিরহাট। এঘটনায় শাহান শাহ সরকার আদিতমারী থানায় ৪ জনের নাম উল্লেখ সহ ৭ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন তিনি। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তে করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com