সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

গলাচিপায় বিএনপি অফিস ভাংচুর!

মু. খালিদ হোসেন মিল্টন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

গলাচিপা উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ২৫ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনা গলাচিপা উপজেলা ছাত্রলীগকে দায়ী করেছে উপজেলা জেলা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ও গলাচিপা বিএনপি। ভাংচুরের সময়ে বিএনপি কার্যালয়ে সাবেক সংসদ সদস্য গলাচিপা বিএনপির সাবেক।সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহ্জ মোঃ শাহাজান খান, গলাচিপা পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম খান ও সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ সোবাহান ও অফিস পিওন অফিসে উপস্থিত ছিলেন। অফিস ভাংচুরের পূর্বে আঃলীগের ও অঙ্গ -সংগঠনের একটি মিছিল বিএনপি অফিস সামনে থেকে যাওয়ার সময় আকস্মিক ভাবে বিএনপি অফিসে প্রবেশ করে চেয়ার গুলো ভাংচুর করে বলে উপস্থিত নেতৃবৃন্দ জানান। অপর দিকে গলাচিপা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা জানান, বিনএনপির দলীয় গ্রুপিং ও নেতৃত্ব নিয়ে বিরুদের জের হিসেবে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার পরে বিএনপি কার্যালয়ে যেয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ পাইনি বলে গলাচিপা থানার অফিসার ইন চার্জ, এম আর শওকত আনোয়ার ইসলাম গণমাধ্যমকে জানান। উল্লেখ্য যে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর আলোকে ২৬ আগষ্ট শুক্রবার গলাচিপা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ থাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে শহরে উভয় দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com