রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে: ডা. শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গণে অরাজকতা, যুব সমাজের নৈতিক চরিত্র বিধ্বংসী পরিবেশের সয়লাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, দেশের শিক্ষাব্যবস্থা আজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেয়ার অপচেষ্টা চালানো হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থা থেকে ধীরে ধীরে ইসলামী চেতনা মুছে ফেলে নাস্তিক্যবাদের নীলনকশা বাস্তবায়নের জন্য অত্যন্ত সুকৌশলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়া হয়েছে। সরকারের হিংসার থাবা থেকে ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাও রেহাই পায়নি। সকল শ্রেণির পাঠ্য বইয়ের বিভিন্ন জায়গা থেকে ইসলাম, নবী-রাসূল ও সাহাবিদের জীবনী এবং ধর্মীয় কবিতা ও গল্প বাদ দেয়া হয়েছে। এককথায় সমগ্র শিক্ষাব্যবস্থাকে তছনছ করে দেয়া হয়েছে। সরকার শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি বিশেষ করে কাগজপত্র, বই-পুস্তকের দাম বাড়িয়ে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের লেখাপড়া কঠিন করে তুলেছে।
তিনি বলেন, অপসংস্কৃতির সয়লাব, মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল আমাদের যুবসমাজকে ক্রমেই ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের যুবসমাজ দৈনিক ২০ কোটি টাকার মদ সেবন করছে। সেই হিসাবে বছরে মদ সেবনের পরিমাণ সাত হাজার ৩০০ কোটি টাকা। বাংলাদেশে বর্তমানে ২৫ ধরনের মাদকদ্রব্য রয়েছে যা যুবসমাজকে মারাত্মকভাবে গ্রাস করছে। মাদকের ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার কার্যকর কোনো উদ্যোগ নেই।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা আরো লক্ষ্য করছে, অপসংস্কৃতির সয়লাব, উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা আমাদের যুবসমাজের নৈতিক চরিত্রকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন পর্ণোগ্রাফি, অশ্লীল নাটক, সিনেমা, ইউটিউবের অশ্লীল ভিডিও চিত্র যুবসমাজের চিন্তা ও চেতনাকে অন্যায় এবং অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। অনেক পরিবারেই নেমে এসেছে অশান্তি। চরিত্র বিধ্বংসী এসব কর্মকা- সামাজিক অস্থিরতা, নৈরাজ্যজনক পরিবেশ তৈরি করছে। আমির বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা অবিলম্বে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক রাখা, শিক্ষা উপকরণের মূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতার পরিবেশ থেকে এবং মাদকের ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ধারের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এবং দেশবাসীকে বিদ্যমান অনৈতিক ও অসামাজিক পরিবেশের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com