দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরা এখন সর্বহারা শ্রেণিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। গতকাল সোমবার বিকেল ৩টায় পুরানা পল্টন মসজিদ চত্বরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লেবার পার্টি-ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ডা. ইরান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছে। দেশে সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষের অবস্থা। জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে ধনী-গরিবের বৈষম্য। অথচ সরকার উন্নয়নের ঢেকুর তুলছে। গলা উঁচিয়ে বলছে, দেশ এখন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক কে এম ইসলাম, অর্থ সম্পাদক রাসেল সিকদার, মহিলা সম্পাদিকা নাছিমা নাজনিন সরকার, ছাত্রমিশন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মাদ শুভ ও অর্থসম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন লেবার পার্টি ঢাকা মহানগর সভাপতি এস এম ইউসুফ আলী।
উল্লেখ্য, সমাবেশ শেষে মিছিলটি পুরানা পল্টন মোড়, তোপখানা রোড, বিজয়নগর, নাইটেংগেল মোড় হয়ে হোটেল একাত্তরে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি