পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবকের দায়ের করা মামলার হয়রাণি থেকে বাঁচতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার বেলা ১১ টায় উপজেলার ছোট শৌলা গ্রামে ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে মিরুখালী-ভগীরাতপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূক্তভোগীদের পরিবারের সদস্য এবং স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছোট শৌলা গ্রামের আবুল হোসেন(৪৫) একটি ধর্ষণ সহ তিনটি মামলায় অভিযুক্ত এবং তার বিরুদ্ধে ৬টি সাধারণ ডায়েরি রয়েছে। যারাই তার বিপক্ষে মামলায় স্বাক্ষী দিয়েছে তাদেরকেই আবুল বিভিন্ন মামলায় আসামী করে হয়রানি করেছে। এ থেকে বাদ যায়নি নারীরাও। আবুল ওই গ্রামের ২০ জনকে বিভিন্ন থানায় ১৫টি মামলায় আসামী করেছে বলেও মানববন্ধনে অভিযোগ করেন ভূক্তভোগীরা। এছাড়া রাস্তাঘাটে চলার সময় আবুল সাথে কুঠার ও ধারালো অ¯্র বহন করে। আর এত করে মারাত্মকভাবে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে জানান ভূক্তভোগীরা।