শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::

গোমাংস খাই, বিজেপিও করি, অসুবিধা কিসের : আর্নেন্ট মাওরি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ভারতের মেঘালয় রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির মধ্যে আবার ‘গোমাংস’ বিতর্ক শুরু হয়েছে। মেঘালয় বিজেপির সভাপতি আর্নেন্ট মাওরি বলেছেন, ‘আমি গোমাংস খাই এবং আমি বিজেপিতে আছি। এতে কোনো সমস্যা নেই।’ শুধু তাই নয়, সোমবার ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে আর্নেস্টের দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে কোনো গির্জার উপর কোনো আক্রমণ হয়নি এবং পদ্ম-শিবিরে ‘গোমাংস’ খাওয়ার উপর কোনো বিধিনিষেধ নেই। তার কথায়, ‘বিজেপিতে জাতপাত, ধর্ম, খাদ্যাভ্যাসের রাজনীতি হয় না।’ সঙ্ঘ পরিবারের ‘ঘোষিত অবস্থান’ থেকে সরে এসে মেঘালয় বিজেপি সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ওই রাজ্যে।
আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভার নির্বাচন। তার উত্তর-পূর্ব ভারতের খ্রিস্টান গরিষ্ঠ ওই রাজ্যের ভোটদাতাদের পাশে পেতেই আর্নেস্টের এমন মন্তব্য বলে ভোট প-িতদের একাংশের ধারণা। কারণ, মেঘালয়ের একটা বড় অংশের মানুষ, যারা গোমাংস খান, তারা বিজেপি-র ‘গোমাংস’ নিষিদ্ধ রীতির সাথে ভালোভাবেই পরিচিত। আর্নেস্টের মন্তব্য ওই ভাবমূর্তি ভাঙার চেষ্টা বলেই মনে করা হচ্ছে।
২০১৭ সালে মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গোমাংস’ ভোজের আয়োজন করেছিলেন মেঘালয়ের প্রদেশ বিজেপি নেতাদের একাংশ। ওই সময় সে রাজ্যের বিজেপি নেতৃত্বের অন্দরে প্রবল মতবিরোধ শুরু হয়েছিল। মেঘালয় বিজেপির নেতা তথা তৎকালীন মন্ত্রী শানবর সুল্লাই প্রকাশ্যে ‘গোমাংস’ খাওয়ার পক্ষে সুপারিশ করায় তাকে ভৎর্সনা করেছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com