২৩শে ফেব্রুয়ারি প্রকাশিত হলো কিংবদন্তি গীতিকবি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানের নতুন সংস্করণ। ‘আইপিডিসি আমাদের গান’ থেকে প্রকাশ হয়েছে এটি। অনুষ্ঠানটির নতুন সিজনটি সাজানো হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের গানে। প্রথম গান ‘তুমি আরেকবার আসিয়া’ দিয়ে শুরু হলো সিজনের প্রচার। গানটি গেয়েছেন অনিমেষ রায়। নতুন সংগীতায়োজনে ইমন সাহা। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি বাড়ির উঠানে বসেছিল তারার মেলা। আইপিডিসি ও গাজী মাজহারুল আনোয়ারের পরিবার সমন্বিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে হাজির হয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। এর মধ্যে ছিলেন সুবর্ণা মুস্তাফা, সুচন্দা, চম্পা, মৌসুমী, ওমর সানী, আরিফিন শুভ, তারিন, বাপ্পারাজ, সম্রাট, ফেরদৌস আহমেদ, আঞ্জুমান আরা শিল্পী, বদরুল আনাম সৌদ, শওকত আলী ইমন, আলম আরা মিনু, ফেরদৌস আরা, জুয়েল মোর্শেদসহ অনেকে। এ ছাড়া গীতিকবির পরিবার থেকে উপস্থিত ছিলেন তার কন্যা ও গায়িকা দিঠি চৌধুরী, পুত্র শরফরাজ আনোয়ার উপল, স্ত্রী জহুরা আনোয়ার প্রমুখ। গান প্রকাশের আগে মঞ্চে ওঠেন দিঠি ও উপল। তারা দু’জনই বাবা গাজী মাজহারুল আনোয়ারকে ঘিরে নেয়া এই উদ্যোগের পেছনের গল্প শোনান। দিঠি আনোয়ার বলেন, আমরা চিন্তা করছিলাম, বাবার কাজগুলো কীভাবে সংরক্ষণ করা যায়। যেটা তরুণ প্রজন্মের পথের পাথেয় হয়ে থাকবে। বাবার বিশ হাজারের ওপরে গান। সব এখনো সংগ্রহ করতে পারিনি, চেষ্টা চলছে। বাবার কাজকে ডিজিটালি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার জন্যই এই উদ্যোগটি নেয়া হয়েছে। ‘তুমি আরেকবার আসিয়া’ গানের সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। গেয়েছিলেন রথীন্দ্রনাথ রায়। সবশেষে সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ‘আলোক সন্ধ্যা’-শীর্ষক এ আসর। উল্লেখ্য, ‘আইপিডিসি আমাদের গান’র এই সিজনে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ৮টি গান থাকছে। প্রতি মাসে একটি করে গান প্রকাশ হবে।