বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

আমরা অতিসত্বর রিজভীর মুক্তি চাই: আমীর খসরু

শাহজাহান শাজু:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অতিসত্বর মুক্তি চেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রিজভীর মতো নেতাকে জেলে রেখে সরকার যে রাজনৈতিক অপচিন্তার প্রয়োগ করেছে, এটি জোর করে ক্ষমতা ধরে রাখারই নামান্তর। কিন্তু ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা করে ক্ষমতায় টিকে থাকা যায় না। যারা দেয়ালের লিখন পড়তে পারে না, আগামীর দিনগুলো তাদের জন্য খুব কঠিন হবে। আমরা রিজভীর অতিসত্বর মুক্তি চাই। গতকাল রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আদাবরের বাসায় গিয়ে তার স্ত্রী আরজুমান আরা বেগমের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, রিজভীর দরকার উন্নত চিকিৎসা। উন্নত চিকিৎসা ছাড়া তার আগামীর দিনগুলো আরো বিষণ্ণ হবে। তিনি কঠিন সময় পার করছেন। এ দেশে দেশের বাইরে যতটুকু নির্যাতন হয়, জেলে তারচেয়ে বেশি জুলুমের শিকার হতে হয়। সব জায়গায় নির্যাতন-নিপীড়নের অবস্থা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে রিজভী আহমেদ এমন একজন নেতা, যার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তার রাজনৈতিক প্রজ্ঞা, শিক্ষা ও সাহস নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তার মতো নেতাকে জেলে নিয়ে যে অপসংস্কৃতির আমদানি করা হয়েছে, ভবিষ্যত রাজনীতির জন্য সেটা মঙ্গলজনক নয়। রিজভী আহমদের মামলা নিয়ে প্রশ্ন করলে তার স্ত্রী বলেন, মামলার সঠিক সংখ্যা জানা নেই। যেদিনই তাকে জামিনের জন্য কোর্টে নিয়ে আসা হচ্ছে, সেদিনই তাকে একটা না একটা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে নেয়া হচ্ছে।
এ বিষয়ে খসরু বলেন, রিজভীর নামে অজানা যে কত মামলা আছে, তা কেউ জানে না। সরকার সেগুলো প্রয়োজন মতো বের করছে আর কাজে লাগাচ্ছে। অর্থাৎ জেল থেকে তিনি যেন বের হতে না পারেন, সেজন্য যে পন্থাই অবলম্বন করা দরকার, সরকার তা-ই করছে। নির্বাচনবিষয়ক এক প্রশ্নে খসরু বলেন, বিএনপি’র নির্বাচনের বিষয় পরিষ্কার করেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। নির্বাচনে যেতে হলে এমন একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যেখানে দেশের জনগণ প্রতিনিধি বাছাই করতে পারবে। এটি যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রিজভীর স্ত্রী দাবি করে বলেন, ‘ওর (রিজভীর) একটি সুচিকিৎসা হওয়া দরকার। ওর কোভিডের কারণে নার্ভের অবস্থা ভীষণ খারাপ। ও হার্টের রোগী। এসবেরই ডাক্তারি সার্টিফিকেট আমরা কোর্টে দিয়েছি। তারপরও কোর্ট এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাচ্ছি, ওকে কোনো বিশেষায়িত হাসপাতালে নিয়ে চেকআপ করা হোক। তা না হলে ওর শরীরটা আরো খারাপ হয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দফতর সম্পাদক মোহাম্মাদ মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং ও মাহাবুল ইসলাম।
উপস্থিত ছিলেন জাসাস আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাসাস নেতা মো: হাবিবুর রহমান জসিম, যুবদলের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, সামাজিক মাধ্যমবিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, চট্টগাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ঢাবি এস এম হল সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সাথে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী। এর মধ্যে কারাগারে থেকেই গত ১৯ জানুয়ারি এলএলএম (মাস্টার্স) পরীক্ষা শেষ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোট তিনটি পরীক্ষা কারাগারে দেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com