শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম ::

আধুনিক প্রযুক্তির পেভার মেশিন দিয়ে হচ্ছে ফটিকছড়ি-কাঞ্চননগর সড়কের কার্পেটিং কাজ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ির আঞ্চলিক সড়কের সংস্কার কাজে এই প্রথম ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। অতীতে সনাতনী পদ্ধতিতে সড়ক নির্মাণ হওয়ায় তা বেশি টেকসই হত না। তবে এবার সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির পেভার মেশিন। পেভার ফিনিশিং সড়কের উপরিভাগে সমানভাবে ওভার লেয়িং করার ফলে সড়ক অত্যন্ত টেকসই ও মৃসণও হয়। ই রাস্তায় পেভার মেশিনের সাহায্যে ৪০ মিলিমিটার কার্পেটিং এর কাজ চলমান। আধুনিক পেভার মেশিনের সাহায্যে চলছে ফটিকছড়ি হেড কোয়াটার থেকে কাঞ্চননগর ছমুরহাট ভায়া লক্ষীছড়ি সড়কের নির্মাণ কাজ। ৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে ৪ হাজার ৭শ মিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা এলজিইডি। সড়কটি কার্পেটিং কাজ চালু হওয়ায় এ সড়কে চলাচলকারী ফটিকছড়ি লক্ষিছড়ির হাজারো বাসিন্দা উপকৃত হবে। এলজিইডি’র ফটিকছড়ি উপজেলা ইঞ্জিনিয়ার তন্ময় নাথ বলেন, পেভার মেশিনে সম্পূর্ণ প্ল্যান্ট এর সাহায্যে অটোমেটিক পাথর বিটুমিন নির্দিষ্ট অনুপাতে মিক্সিং করা হচ্ছে। অটোমেটিক পদ্ধতির এই মেশিনে হাতের কোন কাজ না থাকায় তাপমাত্রাও সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা যায়। পাথরের অনুপাত নির্দিষ্ট করে দিলে অটোমেটিকভাবে ওই অনুপাতে মেশিনটা পাথর নিয়ে নেয়। ড়কের নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী শহিদ উদ্দীন জানান, রাস্তায় লেয়িং মেশিন দিয়ে সুন্দরভাবে থিকনেস মেইনটেইন করে লেয়িং করে দুটি রোলার দিয়ে সুন্দরভাবে কম্পেকশান করা হচ্ছে। চলতি বছরের ২৬ মার্চ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ঠিকাদার। দিকে কাঞ্চননগরবাসীর দীর্ঘ দিনের দুঃখ এ সড়কটির কার্পেটিং কাজ হচ্ছে দেখে খুশী স্থানীয় বাসিন্দারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com