নরসিংদীর রায়পুরা পৌরসভা ঐতিহ্যবাহী জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ?্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রায়পুরা পৌর মেয়র মোঃ জামাল মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এসময় স্বাগত বক্তব?্য রাখেন জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ?্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন সায়েম। ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউপি চেয়ারম্যান আলামিন ভূইয়া মাসুদ, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সেক্রেটারি ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, চান্দের কান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার (মিতুল), পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মির্জানগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রিপন সরকার, পৌর কাউন্সিলর বিউটি বেগম, তাসলিমা আক্তার, সাহেদ আলী ভুট্টো, মোঃ মোকারম হোসেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা সকল ছাত্র ও অভিভাবকের সামনে তুলে ধরেন। ক্রীড়ানুষ্ঠানে নজরকাড়া ডিসপ্লে ছাড়াও বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করা হয়। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক আল-আমীন, সহকারী শিক্ষক রকিব, সুমন এবং সুলতানা আক্তার। বিকেলে বিজয়ী ক্রীড়াবিদদের মধ?্যে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।