ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে চাটখিল উপজেলা প্রসাশনের আয়োজনে ও একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে মঙ্গলবার দুপুরে চাটখিল মহিলা কলেজ অডিটরিয়ামে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইঁয়া’র সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাটখিল উপজেলা চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আবু তাহের, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ৫০ জন শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং রচনা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় বিজয়ী ২৫জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।