পিরোজপুর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, নাজিরপুরের হেদায়েতুল ইসলাম। জানাগেছে গত ৭ই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি পিরোজপুর জেলার ১৩৩ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। উক্ত তালিকায় নাজিরপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েতুল ইসলামকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নাজিরপুর উপজেলা কৃষকদল অভিনন্দন জানিয়েছেন। এ ব্যপারে উপজেলার নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী ডাকুয়া জেলা কৃষকদলের নব নির্বাচিত নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নাজিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হেদায়েতুল ইসলাম নাজিরপুর উপজেলা কৃষকদলকে সু-সংগঠিত করে দলের আগামি যে কোন কর্মসূচীকে বাস্তবায়ন করতে শক্তিশালী ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করেন। এ সময় নব নির্বাচিত নেতা এ প্রতিনিধিকে তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাকে দলের যে দায়িত্ব অর্পন করেছে আমি জেলা ও কেন্দ্রীয় কমিটর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামিতে দলের যে কোন কর্মসূচীকে পালন করতে উপজেলা কৃষকদলকে শক্তিশালী ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবে।