শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

মানিকগঞ্জ হুরুন নাহার উচ্চ বদ্যিালয়ে সংর্বধনা ও সাংস্কৃতকি অনুষ্ঠান

মোঃ তজুমুদ্দিন মানিকগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

মানকিগঞ্জে হুরুন নাহার উচ্চ বদ্যিালয়রে বদিায়ী শিক্ষক র্কমচারী ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও মনোঞ্জ সাংস্কৃতকি অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কেওয়ারজানী হুরুন নাহার উচ্চ বিদ্যালয় পরিচালনা র্পষদ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়রে প্রধান শিক্ষক এস এম আতোয়ার রহমানের সভাপতিত্বে বিদায়ী শিক্ষক র্কমচারী ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান করা হয়। বিকেলে “লোকগীতি শিল্পী কল্যাণ গোষ্ঠী, কেওরজানি পরিবেশনায় সংগীত পরিবশেন করনে, লোক গীতি শিল্পী কল্যাণ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মতি শিল্পী মো: আবুল বাসার আব্বাসী, পিপুলি আক্তার,মিশু আক্তার এবং দেওয়ান মশিবুলসহ শিল্পী গোষ্ঠীর অন্যান্ন শিল্পীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com