সৃজনশীল ক্ষেত্রে অনন্য অবদানের জন্য লিটল ফ্লাওয়ারÑস্বাধীনতা সম্মাননা পেলেন সাংবাদিক ও গীতিকবি সেলিম কামাল। সম্প্রতি রাজধানীর কাজীপাড়াস্থ লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক সেলিম কামালকে এই সম্মাননা পদক তুলে দেন স্কুলের অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ তানজীর। এসময় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আতিক হেলাল। উল্যেখ্য, সৃজনশীল ক্ষেত্রে অবদানের জন্য ২০০৯ সাল থেকে এ সম্মাননা প্রদান করে আসছে লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল। ইতিপূর্বে সম্মাননা পেয়েছেন কবি আসাদ চৌধুরী, কবি নাসির আহমেদ, কবি হাসান হাফিজ, প্রফেসর আবুল কাশেম এবং বাংলা ভাষা ও সাহিত্যের লেখক প্রফেসর মাহবুবুল আলমসহ বেশ কয়েকজন দেশবরেণ্য ব্যক্তি। আমাদের সকলের প্রিয়মুখ সেলিম কামাল একাধারে একজন সাংবাদিক, গীতিকবি, ছড়াকার এবং শিল্পী। তিনি জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ৪ জানুয়ারি, লক্ষ্মীপুর জেলার হামছাদি গ্রামে। তার বাবা মো. শফিক উল্যাহ ছিলেন মিরপুর ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা বেগম নূরজাহান। তিনি ছিলেন পরিবারের ২য় সন্তান। শৈশব থেকে মেধাবী সেলিম কামাল মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি, মিরপুর বাংলা কলেজ থেকে এইচএসসি ও স্নাতক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে লাভ করেন এমএ ডিগ্রি। সেলিম কামাল লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন ছোটবেলা থেকেই। ১৯৮৮ সালে সাপ্তাহিক দৈনিক বাংলা ও বিচিত্রায় চাকরিজীবন শুরু করেন। ১৯৯৭ সালে দৈনিক বাংলা বন্ধ হয়ে যাওয়ার পর পাক্ষিক বিনোদন বিচিত্রার প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সাল থেকে এ পর্যন্ত দৈনিক যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন পত্রিকাটির ফিচার ইনচার্জ হিসাবে।
সাংবাদিক সেলিম কামালকে লিটল ফ্লাওয়ার-স্বাধীনতা সম্মাননা পদক প্রদান প্রসঙ্গে অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ তানজীর বলেন, একজন যোগ্য মানুষের হাতে সম্মাননা পদক তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি, গুণীজন সেলিম কামাল তার সৃজনশীল কর্মযজ্ঞ আগামী দিনগুলোতেও অব্যাহত রাখতে সক্ষম হবেন।