এক ওভারে পাঁচটি ছয় এবং একটি চার। অর্থাৎ ৬ বলে ৩৪ রান। ভারতের আইপিএল নয়, কিংবা কোনো বহুল পরিচিত আসরেও নয়। এই ঘটনা দেখা গেল পাকিস্তানের একটি স্থানীয় প্রতিযোগিতায়। জাতীয় দলের ক্রিকেটার উসমান মির এই কীর্তি গড়েছেন। ২০ ওভারের ম্যাচে তার এই ধ্বংসাত্মক খেলার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
‘ঘানি রমজান’ প্রতিযোগিতায় করাচি ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলতে নেমে এই কৃতিত্ব গড়েছেন তিনি। ঘানি ইনস্টিটিউব অফ ক্রিকেট দলের হয়ে খেলতে নেমেছিলেন উসমান। তার মারের দাপটে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে ঘানি। ২০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস দেখে অনেকেই তাকে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ বলে ডাকতে শুরু করেছেন। এই ধরনের প্রতিযোগিতা পাকিস্তানে খুবই জনপ্রিয়। মূলত রমজান মাসে এই প্রতিযোগিতা হয়, যা সে দেশের ক্রিকেট ক্যালেন্ডারেও রয়েছে। সারা দেশের বিভিন্ন শহর, জেলা এবং গ্রামে এ ধরনের কয়েক শ’ প্রতিযোগিতা হয়। বিনিয়োগকারীরাও অঢেল টাকা দিয়ে দল নামার। প্রচুর স্পনসর পাওয়ার লোভে এ ধরনের প্রতিযোগিতার জনপ্রিয়তাও রয়েছে।
পাকিস্তানের আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররাও এ ধরনের প্রতিযোগিতায় খেলেন। শাদাব খান, ইহসানুল্লাহ, আজম খান, উসমান কাদির, উমর আকমল, এহসান আলি এবং আবিদ আলিকে অতীতে এ ধরনের প্রতিযোগিতায় খেলতে দেখা গেছে। তবে তারা মূলত বড় ধরনের প্রতিযোগিতাতেই খেলেন। ঘানি রমজান প্রতিযোগিতাটি একটি ব্যক্তিগত ক্রিকেট প্রতিষ্ঠান পরিচালনা করে। প্রতিটি দলে দু’জন করে আন্তর্জাতিক ক্রিকেটার খেলেন। মোট আটটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা