ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জুয়া আইনে আব্দুল কাদির(৬০), ফজলুর রহমান(৫৫), বাবুল মিয়া(৪৫), আঃ কাদির(৩৭), শাহজাহান(৩৮), মামুন(১৮), ফারুক হোসেন(৩৫), সোহেল মিয়া(২২), হিমেল মিয়া(২০), উজ্জ্বল মিয়া(৩৫), নূর হোসেন(৩৪), হেলাল উদ্দিন (৬০)। মাদক, নিয়মিত ও ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন, আবেদ আলী আকন্দ(৬০), দুলাল মিয়া(৪০), কামাল হোসেন(৫০), ওয়াসিম(৩০), আরিফুল ইসলাম(৩০)। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া, ওয়ারেন্ট ভুক্ত ও মাদক মামলাসহ ১৭ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।