টাউনহল কেন্দ্র। ৮টার আগে বিপুল ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট শুরু হবার পর লাইনের গতি নেই। প্রায় ঘণ্টা খানেক তপ্ত রোদে দাঁড়িয়ে ভোট দেন ফয়জুল্লাহ নামের এক ভোটার। আর আগেরজন প্রায় ২০ মিনিট সময় ধরে ভেতরে ছিল। জানা গেছে, তার হাতের ছাপ মিলছে না। এভাবে ১০ থেকে ১৫ মিনিট যাচ্ছে একজনের ভোট নিতে। একই অবস্থা জিলা স্কুল ও একে স্কুল কেন্দ্রে। সবচেয়ে করুণ অবস্থা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। মোট ২১৩৫ ভোটারের মধ্যে এ কেন্দ্রে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫৭টি। ভোট গ্রহণের হার শতকরা ৭ ভাগের একটু বেশি। অনেক মহিলা ভোটার দীর্ঘ অপেক্ষার পর বাড়ি ফিরে গেছেন। ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, কারো হাতের ছাপ মিলছে না, কাউকে কাউকে বারবার হাত ধুয়ে আসতে হচ্ছে। কেউ এনআইডি সাথে না আনায় তার নাম খুঁজে বের করতে সমস্যা হচ্ছে। আবার বুথে ভোট দিতে গিয়ে মার্কা সমস্যায় পড়তে হচ্ছে। তবেএ ঘটনাটি ঘটছে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে। ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ সাইদ আহমেদ মান্না টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট দিতে গিয়ে বুতাম চাপলে অন্য প্রতীক ভেসে উঠছে। তার স্ত্রী শারমিন আক্তার অভিযোগ জানিয়ে বলেন, ‘আমার ভোটারদের ঠিকভাবে ভোট দিতে দিচ্ছে না। চাপ দেয় টিফিন ক্যারিয়ার, উঠে আসে ঠেলাগাড়ি।’ প্রতীক পাল্টানোর এ ঘটনাটি ঘটছে গেরাস্থান রোডে ডি এফ মান্নান মাদ্রাসা কেন্দ্রে।