ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন এ বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এটি খুব ভালো দিক। গতকাল শুক্রবার (১৬ জুন) সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সাত কলেজ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের প্রশংসা করেন ঢাবির উপাচার্য।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অধিভুক্তির পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। শুরুতে নানা ধরনের হোঁচট খেতে হয়েছিল। এখন আনন্দের বিষয় হলো, একটি পরিবর্তন আমাদের ছেলেমেয়েদের মধ্যে দেখতে পাচ্ছি। বিষয়টির সাথে সাত কলেজের শিক্ষক ও দায়িত্বশীলরাও একমত।
উপাচার্য বলেন, শিক্ষার্থীরা এখন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করে। তারা সময়মতো পরীক্ষা দিতে চায়। এটি খুবই ইতিবাচক দিক। আমরা ইতোমধ্যেই কিছু সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছি। শ্রেণিকক্ষ সঙ্কট আছে, শিক্ষক সঙ্কট আছে। ল্যাবরেটরি সঙ্কটও প্রকট। সব মিলিয়ে মানোন্নয়নসহ সমস্যা সমাধানে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।